অস্ত্র মামলায় সেই পাপিয়ার আত্মপক্ষ সমর্থন বুধবার

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

অস্ত্র মামলায় সেই পাপিয়ার আত্মপক্ষ সমর্থন বুধবার

সুরমা মেইল ডেস্ক,

 

অস্ত্র আইনের মামলায় যুব মহিলা লীগের বহুল আলোচিত বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের আত্মপক্ষ সমর্থনের শুনানি হবে বুধবার।

 

এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার ঢাকা মহানগরের এক নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েস এই দিন ঠিক করে দেন।

 

এ মামলার তৃতীয় তদন্ত কর্মকর্তা র‌্যাব সদরদফতরে দায়িত্বরত এসআই আরিফুজ্জামান এদিন আদালতে সাক্ষ্য দেন।

 

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু এবং তাপস পাল।

 

অন্যদিকে দুই আসামির পক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী আবু ফাতেহ মো. গোলাম ফাত্তাহ ও সাখাওয়াতউল্লাহ ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com