‘আব্দুল আজাদ সেনাজ’ দ্বিতীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

‘আব্দুল আজাদ সেনাজ’ দ্বিতীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেট :
সিলেট শহরতলীর বটেশ্বরে ‘দ্বিতীয় আব্দুল আজাদ সেনাজ’ কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার ৪নং খাদিমপাড়া খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ জালালনগরে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলা চলাকালে হাজারো দর্শকদের উপস্থিতি ও করতালি আর চরম উত্তেজনার মধ্যে ফাইনাল খেলায় ডিফরেন্ট টাচ হাতুরা টিমকে জিন্দাবাজার ওয়ারিয়র্স ক্লাব দুই এক সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

উক্ত টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আজিজ সুমন’র সভাপতিত্বে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণসহ ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ (ডন)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক এর ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং খাদিম পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমেদ রুমেল, সাবেক ছাত্রনেতা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এড. আব্দুল খালিক, ৪নং খাদিমপাড়া ইউপির ৯নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন, সাবেক ৯নং ওয়ার্ড সদস্য এনামুল হক এনাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজান উদ্দিন প্রিন্স, জহিরিয়া এম.ইউ.উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী গোকুল চন্দ্র নাথ, মেট্রো সিটি উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আলাল, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি মখলিছুর রহমান, আব্দুল খালিক কুটই, বিশ্বজিৎ দাশ বাবুল, সিলেট জেলা যুবলীগ নেতা শামছুল ইসলাম হরফ, ইনুস মিয়া, আইন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড, সাবেক বিভাগীয় সসম্পাদক হামজা হেলাল, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান জামান, সাবেক ছাত্র নেতা সুহেল ফারুকসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ।

 

নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০টি দল অংশ নেয়। প্রায় দুই মাস খেলাটি আয়োজনের মধ্যে দিয়ে ফাইনাল খেলাটির পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com