ইসরাইলকে স্বীকৃতি দিতে সুদানের ওপর আমেরিকার চাপ

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

ইসরাইলকে স্বীকৃতি দিতে সুদানের ওপর আমেরিকার চাপ

আন্তর্জাতিক  ডেস্ক ,

 

ইসরাইলকে স্বীকৃতি দিতে আফ্রিকার দেশ সুদানের ওপরে মারাত্মক চাপ সৃষ্টি করেছে মার্কিন সরকার।

 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সুদানকে শর্ত দিয়েছে- যদি তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তা হলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেয়া হবে। খবর জেরুজালেম পোস্ট ও রয়টার্সের।

 

সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করার সঙ্গে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট করার প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছেন তারা।

 

একজন কর্মকর্তা বলেন, সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহার করার জন্য যা কিছু করা দরকার, খার্তুম তার সবই করেছে।

 

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করেছেন বলে ১৯৯৩ সালে আমেরিকা সুদানকে কালো তালিকাভুক্ত করে। গত বছর ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বাহিনী বশিরকে ক্ষমতাচ্যুত করে।

 

সুদানের বর্তমান সরকারের যুক্তি, ওমর আল বশির যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন, সেক্ষেত্রে সুদানকে এখন আর কোনোরকম সন্ত্রাসবাদের তালিকাভুক্ত দেশ হিসেবে রাখার যৌক্তিকতা নেই।

 

১৯৯৮ সালে খার্তুমে মার্কিন দূতাবাসে ভয়াবহ বোমা হামলার পর থেকে সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com