এমসি কলেজ মাঠের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা-মানববন্ধন

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

এমসি কলেজ মাঠের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা-মানববন্ধন

সিলেট : সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের খেলার মাঠে কোরবানির গরুর হাট বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

 

শনিবার (১৮ জুলাই) মাঠের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে তারা অবিলম্বে হাট বসানোর এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

 

সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এমসি কলেজ খেলার মাঠকে শুধুমাত্র খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান। বক্তারা বলেন, বর্তমান করোনা মহামারি দুর্যোগে এখানে গরু-ছাগলের হাট বসালে এই এলাকায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে করে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পাশাপাশি মাঠের আশপাশের সবাই হুমকির সম্মুখিন হবেন।

 

মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা এমসি কলেজ খেলার মাঠে গরুর হাট বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com