ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর যেসব বিদেশি সৌদি আরবে ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির সরকার জানিয়েছে, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

 

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত যে কোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে টিকার সনদের অনুলিপি জমা দিতে হবে।

 

যেসব আবেদনকারী এই প্রক্রিয়া অনুসরণ করবেন, কেবল তাদেরকেই ভিসা দেবে সৌদি সরকার।

 

এছাড়া ওমরাহ পালনে অনুমোদনপ্রাপ্ত বিদেশিদের জন্য ইতোমধ্যে ‘ইতমারনা’ ও ‘তায়াক্কালানা’ নামের দু’টি অ্যাপ চালু করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে এই অ্যাপগুলোর মাধ্যমে।

 

করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কিছু কঠোর নিয়ম শিথিল করেছে সৌদি আরব। এসবের মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব বিধি তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে দুই মসজিদেই বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com