করোনাভাইরাস: সিলেটে শনাক্ত ১২, সুস্থ ২০

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

করোনাভাইরাস: সিলেটে শনাক্ত ১২, সুস্থ ২০

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ১২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ২০ জন। নতুন শনাক্ত ১২ জনের মধ্যে ৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ৩ জন রয়েছেন।

 

বুধবার (০৩ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

 

জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৮২৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৩ জন রয়েছেন।

 

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭৮ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

 

বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ৬৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৫৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৮২ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯০৮ জন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com