করোনা : সিলেটের দুই ল্যাবে ৭ চিকিৎসকসহ আরও ১৮১ জন শনাক্ত

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০

করোনা : সিলেটের দুই ল্যাবে ৭ চিকিৎসকসহ আরও ১৮১ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (১৪ জুলাই) সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় সাত চিকিৎসকসহ আরও ১৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪১ জন ও  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৪০ জন শনাক্ত হয়েছেন।

 

ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

 

এদের মধ্যে- সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন, হবিগঞ্জ জেলায় ৬৫ জন ও মৌলভীবাজার জেলায় ৪৮ রয়েছেন। এর মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন।

 

এদিকে, মঙ্গলবার শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট ও সুনামগঞ্জ জেলার আরও ৪০ জন করোনা শনাক্ত হয়েছে।

 

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ল্যাবে আজ ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেটের ২৫ জন ও সুনামগঞ্জের ১৫ জন।

 

স্বাস্থ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার নতুন করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১৮১ করোনা শনাক্ত হওয়ায় বিভাগে মো শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৭১ জনে। এ ভাইরাসে এখন পর্যন্ত সিলেটে মারা গেছেন ১০৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪২৩ জন।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com