কুয়েতের প্রতি ইরানের পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

কুয়েতের প্রতি ইরানের পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক ,

 

কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আস-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ।

 

রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশনায় জাভেদ জারিফ কুয়েত সিটি সফর করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ইরানি জনগণের পক্ষ থেকে নতুন আমিরকে সান্ত্বনা দেন।

 

এছাড়া জাভেদ জারিফ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল-মুহাম্মাদ আস-সাবাহর সঙ্গেও বৈঠক করেন।

 

উভয় বৈঠকে তিনি কুয়েতের প্রতি ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা করেন বলে ইরনা জানিয়েছে।

 

গত বুধবার কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন ৮৩ বছরের নাওয়াফ আল-আহমাদ। শপথ গ্রহণের পর মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com