কোভিড-১৯: আরও ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৯৬

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

কোভিড-১৯: আরও ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৯৬

সুরমা মেইল ডেস্ক ,

 

কোভিড-১৯ মহামারীতে দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৯৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৬৮৭ জন।

 

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

 

নতুন ২৪ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৪৭ জনে।  শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

 

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১৬৯৬ জনের দেহে। দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন।

 

নতুন ১৬৮৭ জন সুস্থ হয়ে সেরে ওঠার তালিকা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১০ হাজার ৫৩২ জনে।

 

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়েছে।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

বাংলাদেশে করোনা ছোবল বসায় ৮ মার্চ, সেদিন প্রথম করোনা রোগী ধরা পড়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয় দেশে।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com