কয়েকদিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

কয়েকদিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

সুরমা মেইল ডেস্ক : দেশের বাজারে কয়েকদিনের ব্যবধানে আবার কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে প্রায় দুই হাজার টাকা।

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। নতুন দর কার্যকর হবে আজ (বুধবার) থেকে। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত থাকবে রূপার দাম।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসার অচল অবস্থা কাটাতে এবং ভোক্তাদের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হলো।

 

।আরও পড়ুন

 

এতে বলা হয়, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে বিক্রি হবে ৭২ হাজার ৬৬৬ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা, যা আগে ছিল ৭১ হাজার ৫০০ টাকা।

 

নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকা, যা আগে ছিল ৬২ হাজার ৭৫২ টাকা। এছাড়া সনাতনী প্রতি ভরি স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৪৬টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।

 

কয়েক দফা স্বর্ণের দাম বাড়া-কমার মধ্যে এর আগে সর্বশেষ ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল এক হাজার ৯৮৩ টাকা।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com