গাজায় ইহুদীবাদি ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৩

প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২১

গাজায় ইহুদীবাদি ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদীবাদি ইসরায়েলি সেনারা। সোমবার (১০ মে) থেকে টানা এ হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ২৭ ও নারী ১১ জন রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৫৮০ জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

 

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের দিনেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ঈদের দিন ১৯ জন ফিলিস্তিনি নিহত হন।

 

অপরদিকে, ইসরায়েল অভিমুখে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া শতাধিক ইসরায়েলি আহত হয়েছেন।

 

ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা থেকে এ সংঘাতের শুরু। একপর্যায়ে সোমবার (১০ মে) আল-আকসায় সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এ সময় তারা মসজিদে রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ করে হামাস।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com