গোলাপগঞ্জে ১১ ইউপিতে ৬২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১

গোলাপগঞ্জে ১১ ইউপিতে ৬২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

গোলাপগঞ্জ প্রতিনিধি : চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জের ১১টি ইউপির চেয়ারম্যান-সদস্য-মহিলা সদস্য পদে ৬২১ জনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, সদস্য পদে ৪৫৯ জন ও মহিলা সদস্য পদে ৯৬ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন।

 

জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি নির্বাচনে ৫ জন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমা দান করেন।

 

ইউপি নির্বাচনে

১নং বাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দান করেন ১১ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা করেছেন ৪ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

৩নং ফুলবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

৪নং লক্ষীপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

৫নং বুধবারীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

৮নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

১১নং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com