ছাতকে ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ; নিহত ১, আহত ১২

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

ছাতকে ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ; নিহত ১, আহত ১২

ফাইল ছবি

 

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জ ছাতকের ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে খসরু মিয়া একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খসরু মিয়া গ্রামের আলতাব আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জহিরপুর গ্রামে মজু মিয়া ও নিহত খসরু মিয়া আপন চাচাতো ভাই। বাড়ির পাশেই ডোবার দখল ও মাছ ধরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিলো। শনিবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খসরু মিয়াসহ ১৩ জন আহত হলে তাদের সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রোববার ভোরে খসরু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, মাছ ধরা নিয়ে মারামারিতে এ ঘটনা ঘটে। পরে দুইজনকে আটক করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com