জৈন্তাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

জৈন্তাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। রোববার (০৭ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

 

সকাল সাড়ে ১০টা থেকে শিশুদের কণ্ঠে কালজয়ী ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ, ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আমিনুল হক সরকার, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সালাউদ্দিন, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, আব্দুর রশিদ, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, মিরন মেম্বার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দীন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com