জৈন্তাপুরে ১৭ পরগনার সাথে হিউম্যান হলার মালিক সমিতির সভা

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

জৈন্তাপুরে ১৭ পরগনার সাথে হিউম্যান হলার মালিক সমিতির সভা

সিলেট : সিলেট-তামাবিল সড়ক পরিবহনের যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সাথে সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে জৈন্তাপুরের দরবস্ত উপজেলার স্থানীয় মা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবুল মওলা চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মোঃ জমিরুল ইসলাম।

 

সভায় বক্তারা তামাবিল মহাসড়কে ইমা, লেগুনাসহ হিউম্যান হলার ও অন্যান্য গণপরিবহনের বিশৃঙ্খল পরিস্থিতি তুলে ধরেন। সড়কে শ্রমিক সমিতির নামে কতিপয় সন্ত্রাসীদের চাঁদাবাজি ও দৌরাত্ব-নৈরাজ্য সহ নানা সমস্যা তুলে ধরেন হিউম্যান হলার মালিক সমিতির জমিরুল ইসলাম।

 

এসময় তামাবিল সড়কে যাত্রীসেবার মান উন্নয়ন ও সড়কে চাঁদাবাজি, নৈরাজ্য বন্ধে মালিক সমিতিকে সহায়তা প্রদানের আশ্বাস দেন ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান বশির আহমদ, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়ের আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান  মাষ্টার আব্দুন নুর, মাষ্টার ইসমাইল আলী, আলহাজ এনায়েত উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, ওমর ফারুক চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন  জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সদস্য গোয়াইনঘাট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মনজুর আহমদ, আওয়ামীলিগ নেতা আলাউদ্দিন, হানিফ মোহাম্মদ, জাকারিয়া মাহমুদ, কামরুজ্জামান,  সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মোঃ জমিরুল ইসলাম, সেক্রেটারী হাজী আকবর আলী, সহ-সভাপতি সাইফুর রহমান, যুগ্ম-সম্পাদক মিন্টু দেব নাথ, কোষাধক্ষ মিলন মিয়া, সদস্য ইমতিয়াজ আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com