জয় বাংলার চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : ভজন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১

জয় বাংলার চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : ভজন

সিলেট : জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন বলেছেন, ‘জয়বাংলা একটি চেতনার নাম, এই চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এখানে ছদ্মবেশী কেউ যেন সুযোগ নিতে না পারে সে দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

 

শুক্রবার (০৫ মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৯২তম নিয়মিত মাসিক সাহিত্য আসরে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

সংগঠনের সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসিক গোপলা সম্পাদক কবি মিজান মোহাম্মদ ও সহ-সাধারণ সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের যৌথ পরিচালনায় আসরে বক্তব্য ও লেখাপাঠে অংশ নেন বিশিষ্ট ছড়াকার ও সংগঠক পরিতোষ বাবলু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও ছড়াকার দেবব্রত রায় দিপন, সহ-সভাপতি কবি সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সংগঠক হীরা মোহন রায়, অর্থ সম্পাদক কবি অমিতা বর্ধন, কবি কামরুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক কবি প্রশান্ত লিটন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ছড়াকার ও সাংবাদিক আবদুল কাদির জীবন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম লিটন, কবি সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সাংবাদিক মো: তাজুল ইসলাম, গীতিকবি ফরিদ আহমদ, কবি হেলাল আহমদ, জয়ন্ত লাল আচার্য্য জয়, নব গোপাল তালুকদার, স্বাগতা রানী দাস, শ্রাবণী দাস বীথি, মো মিনহাজ আহমদ প্রমুখ।

 

এছাড়া উপস্থিত ছিলেন- আজাদ মিয়া, কবির মিয়া ও তাহির মিয়া।

 

আসরে গান পরিবেশন করেন- অমিতা বর্ধন ও দেবদ্যুতি প্রণমী মিথী।

 

এছাড়া আসরে ১৯১তম নিয়মিত মাসিক সাহিত্য আসরের সেরা লেখকের পুরস্কার ও সম্মাননা ফরিদ আহমদকে প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com