ট্যাটুর বিল দিতে না পারায় বিবস্ত্র করে গাছে বাঁধা হলো যুবককে

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

ট্যাটুর বিল দিতে না পারায় বিবস্ত্র করে গাছে বাঁধা হলো যুবককে

অনলাইন ডেস্ক : মাথায় হেলমেট, সারা শরীর বিবস্ত্র করে প্ল্যাস্টিক ফয়েল দিয়ে মোড়ানো। এই অবস্থায় গাছের সঙ্গে এক যুবককে বেঁধে রাখা হয়েছে। তার বুকে একটি কাগজে ভিয়েতনামি ভাষায় লেখা, ‘ট্যাটুর বিল দিতে পছন্দ করি না।’

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এমন একটি ছবি বেশ আলোচনার সৃষ্টি করেছে। জানা গেছে, ছবিটি ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর থেকে তোলা। সাধারণত শীতকালে সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। এই তীব্র শীতে একজন যুবককে কেন এমন করে বেঁধে রাখা হয়েছে তা নেটিজেনদের মনে কৌতূহল সৃষ্টি করে। ছবিটি ভাইরালও হয়।

 

শুরুতে এটিকে নিছক বন্ধুদের মজা বলে ধারণা করা হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় মূল ঘটনা। ছবিতে বেঁধে রাখা এই যুবক সম্প্রতি শরীরে ট্যাটু করিয়েছেন। কিন্তু যখন বিল দেওয়ার সময় হয় তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর শিক্ষা দিতে শাস্তিস্বরূপ তাকে এভাবে বিবস্ত্র করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

 

এই ট্যাটু দোকানের মালিক জনাব টি ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ট্যাটুর কিছু বিল বাকি ছিল। কিন্তু পরে দেওয়ার কথা থাকলেও সে এড়িয়ে চলছিল। তাই তাকে শাস্তিস্বরূপ বিবস্ত্র করে গাছে বেঁধে রাখার সিদ্ধান্ত নিই। তবে পরে তাকে দেখে দয়া হয়। সত্যিই তার কাছে কোনো অর্থ ছিল না। তাকে মাফ করে ছেড়ে দিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com