ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ৬

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ৬

ছবি: সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাথরবোঝাই ট্রাককে পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১৬ অক্টোবর) দুপুর দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুইটি বাস পাশাপাশি পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এদিকে চেলেরঘাট এলাকায় একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল।

 

পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি বাস ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের সেবা পরিবহনের বাসটির পেছনের অংশ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

 

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com