দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ৬৮৫৪ জন

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ৬৮৫৪ জন

সুরমা মেইল ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৭৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে।

 

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। গত একদিনে মোট শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন। সুস্থতার হার ৮৪.৮২ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন ৪৮ পুরুষ ও ২৬ নারী রয়েছেন। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

 

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৬৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ৯ হাজার ৪৪৭ জনের মৃত্যু হয়েছিল। আর ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ ছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

 

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com