নগরীর ফুটপাত থেকে বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র উদ্ধার

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

নগরীর ফুটপাত থেকে বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ফুটপাত থেকে বস্তা ভর্তি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। রোববার (০৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নগরীর খাসদবীর এলাকা থেকে এসব পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; স্মার্ট কার্ড গ্রহণের পর ফেরত দেয়া জাতীয় পরিচয়পত্র চুরি করেই কেউ এমন ঘটনা ঘটাতে পারে।

 

খাসদবীর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাতের ওপর তিনটি বস্তা পরিত্যক্ত অবস্থায় ছিলো। একটির মধ্যে জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে একটি বস্তা থেকে অসংখ্য এনআইডি কার্ড উদ্ধার করে।

 

এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমান বলেন, একটি বস্তার ভেতর ২৬৭টি জাতীয় পরিচয়পত্র পেয়ে তা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্মার্ট কার্ড পাওয়া পর আগের কার্ডগুলো জমা দিতে হয়। হয়ত এসব কার্ড ভর্তি বস্তা কেউ চুরি করে পরে কোনো কারণে এখানে ফেলে গেছেন।

 

তিনি জানান, উদ্ধার হওয়া কার্ডগুলোর মধ্যে আমাদের পরিচিত দুই একজনের জাতীয় পরিচয়পত্র রয়েছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com