নদী খননকালে পাওয়া গেলো ১১৪ কেজি ওজনের মূর্তি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

নদী খননকালে পাওয়া গেলো ১১৪ কেজি ওজনের মূর্তি

সুরমা মেইল ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় তুলশীগঙ্গা নদী খনন করার সময় ১১৪ কেজি ওজনের একটি কালো পাথরের প্রাচীন মূর্তি পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে মূর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরমান হোসেন।

 

ইউএনও বরমান হোসেন বলেন, পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদীতে ভেকু দিয়ে খননের কাজ চলছিল। এসময় মাটি খুঁড়তেই নদীর তলদেশ থেকে মূর্তিটি বেড়িয়ে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেই।

 

তিনি আরও বলেন, মূর্তিটি কিসের এবং দুর্লভ কষ্টিপাথরের কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর তা নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন ১১৪ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে। এ বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

 

প্রসঙ্গত, এর আগেও একই এলাকায় জোড়া লাগানোসহ ১০টি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com