পদ্মা সেতু উদ্বোধনের দিন সিলেটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাতিল

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

পদ্মা সেতু উদ্বোধনের দিন সিলেটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাতিল

সুরমা মেইল ডেস্ক :
বন্যার কারণে পদ্মা সেতু উদ্বোধনের দিন সিলেট অঞ্চলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এদিন সিলেটে শুধুমাত্র আলোচনা অনুষ্ঠান ও মুল উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হবে।

 

বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসকের মিলনায়তনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে উদযাপনের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

সভায় সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি বাদ দিয়ে শুধু মাত্র আলোচনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

আগামী শনিবার ২৫ জুন সকাল সাড়ে ৯টায় এই আলোচনা সভা সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হবে।

 

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com