বাঘাইছড়িতে সেনাবাহিনীর গাড়িতে গুলিবর্ষণ : সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

বাঘাইছড়িতে সেনাবাহিনীর গাড়িতে গুলিবর্ষণ : সন্ত্রাসী নিহত

দেশের পার্বত্য জেলার রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর গাড়িতে পাহাড়ী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। এসময় সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বাঘাইহাট উজুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন চাকমা বাঘাইহাট-সাজেক এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষের সদস্য। তিনি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামি।

রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানান, শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সুমন চাকমা। পরে সুমনের মরদেহের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com