বিজিবি দেখে মোটরসাইকেলসহ ইয়াবার চালান ফেলে গেলো চোরাকারবারী

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

বিজিবি দেখে মোটরসাইকেলসহ ইয়াবার চালান ফেলে গেলো চোরাকারবারী

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহল দল থেকে সীমান্ত বাজারেই ইয়াবার চালান ও মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গেলো মাদক চোরাকাবারী।

 

বৃহস্পতিবার (০৯ জুন) রাতে ২৮ বিজিবি সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্র নগর বিওপির বিজিবি টহল দল ওই ইয়াবার চালান ও মোটরসাইকেল জব্দ করে।

 

ওই ইয়াবারচালান, মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়া মাদক চোরাকারববারীর নাম রমজান আলী। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের সাবেক ইউপি সদস্য (মৃত) পাষাণ আলীর ছেলে।

 

শুক্রবার (১০ জুন) সকালে তাহিরপুরের বীরেন্দ্রনগর বিজিবি কোম্পানী সদরের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজিবির কোম্পানী সদর সুত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরেন্দ্রনগর (বাগলী) বাজার থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে বীরেন্দ্র নগর বিজিবি কোম্পানী সদরের টহল দল দেখে বাজার থেকে রতনপুরের রমজান আলী পালিয়ে যায়।

 

এ সময় তার ফেলে যাওয়া ১০০ সিসি একটি প্লাটিনা মোটরসাইকেল, প্যাকেটে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com