বিশ্বনাথে উচ্চ রক্তচাপ বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

বিশ্বনাথে উচ্চ রক্তচাপ বিষয়ে অবহিতকরণ সভা

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশে হার্টস প্যাকেজ বাস্তবায়নের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা এবং ফলোআপ শক্তিশালী বিষয়ক এক অবহিতকরণ সভা সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম।

 

শুরুতে মূল বিষয়ে আলোকপাত করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভাগীয় প্রধান (এপিডেমিওলজি এন্ড রিসার্চ) প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (বিশ্ব স্বাস্থ্য-২ শাখা) খন্দকার জাকির হোসেন, একই বিভাগের উপসচিব (বিশ্ব স্বাস্থ্য-১) মো. সাদেকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।

 

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার ভিজিট করেন।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com