মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে ভ্যাকসিন নিলেন পলক

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে ভ্যাকসিন নিলেন পলক

সুরমা মেইল ডেস্ক : মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে করোনার ভ্যাকসিন নিয়েছেন তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নির্ধারিত বুথে এসে তিনি ভ্যাকসিন নেন।

 

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম করোনার ভ্যাকসিন নেন বিশ্ববিদ্যালটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

 

ভ্যাকসিন নেয়ার পর ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ভ্যাকসিন নেয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন। গতকাল পর্যন্ত মানুষের মনে সংশয় ছিল ভ্যাকসিন নেবেন কি-না। এই ভয় কেটে যেতে শুরু করেছে। আমরা এটাই চাই, আমাদের দেখে মানুষ আস্থা পাক।

 

বিএসএমএমইউ-তে বৃহস্পতিবার প্রায় ২০০ জনকে ভ্যাকসিন দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিনসহ শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসারসহ ২০০ জন ভ্যাকসিন নিচ্ছেন।

 

বিএসএমএমইউ’র কনভেনশন সেন্টারে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এখানে ভ্যাকসিন দেয়ার আটটি বুথ, পোস্ট কোভিড ওয়েটিং রুম রয়েছে। এছাড়া ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে চিকিৎসকদের দু’টি টিম, চারটি এইচডিইউ (হাইডিপেডেন্সি ইউনিট), চারটি বেডসহ আইসিইউ (ইনটেনসিভ কেয়ার) ইউনিট, দুটি অ্যাম্বুলেন্স।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com