মাস্ককান্ডে ৩ দিনের রিমান্ডে শারমিন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

মাস্ককান্ডে ৩ দিনের রিমান্ডে শারমিন

ঢাকা অফিস : নকল মাস্ক সরবরাহের দায়ে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান।

 

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আক্তারুজ্জামান ইলিয়াস তার তিন দিনের রিমান্ড আবেদন করেন।

 

নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিন জাহানের বিরুদ্ধে ২৩ জুলাই মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

 

মামলায় অভিযোগ করা হয়, বিএসএমএমইউ হাসপাতালে মাস্ক সরবরাহের অনুমতি পায় শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিষ্ঠানটি নকল মাস্ক সরবরাহ করে। এই মাস্ক ব্যবহার করে চিকিৎসক ও রোগী ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে নকল মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) রাতে শাহবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com