মাহবুব তালুকদারের চিকিৎসায় ইসির খরচ ৪০ লাখ টাকা : সিইসি

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

মাহবুব তালুকদারের চিকিৎসায় ইসির খরচ ৪০ লাখ টাকা : সিইসি

সুরমা মেইল ডেস্ক :
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের চিকিৎসার জন্য নির্বাচন কমিশন (ইসি) বছরে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

সিইসি বলেন, মাহবুব তালুকদারের কথা আমি বরাবরই বলেছি। ইসিতে উনি ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছেন। উনি রোগাক্রান্ত ব্যক্তি। মাহবুব কখনও আইসিইউতে আবার কখনও সিসিইউতে ছিলেন। এছাড়া উনি সিঙ্গাপুর, ভারতেও চিকিৎসা নিয়েছেন।

 

তিনি বলেন, এসব চিকিৎসার ব্যয় কমিশন বহন করেছে। এ অর্থের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।

 

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি সোমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী জেবেল উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com