মেয়রের বাসভবনে বিস্ফোরণ, স্ত্রীসহ দগ্ধ ১৩

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

মেয়রের বাসভবনে বিস্ফোরণ, স্ত্রীসহ দগ্ধ ১৩

সুরমা মেইল ডেস্ক : মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর মেয়র আব্দুস সালামের বাসভবনে বিস্ফোরণে চার কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছেন। তবে মেয়র অক্ষত রয়েছেন।

 

মঙ্গলবার (০৬ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এ ঘটনা ঘটে।

 

দগ্ধ চার কাউন্সিলর হলেন- মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম ও রহিম বাদশা। দগ্ধ অন্যরা হলেন- মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল। এর মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

 

কাউন্সিলর রহিম বাদশা জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয় তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে কাউন্সিলরসহ অন্যরা আলোচনা করছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাচ ফেটে চুরমার হয়ে গেছে।

 

এ সময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে চার কাউন্সিলরসহ ১৩ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো বলা যাচ্ছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com