রাঙামাটি হবে দেশের অন্যতম পর্যটন খাত : জেলা প্রশাপসক

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

রাঙামাটি হবে দেশের অন্যতম পর্যটন খাত : জেলা প্রশাপসক

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেছেন, পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে রাঙামাটিবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসন সনেন্মলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক আরও বলেন, রাঙামাটি পর্যটনবান্ধব অঞ্চল। রূপ প্রকৃতির কারণে দেশে-বিদেশে আলাদা পরিচিতি রয়েছে অঞ্চলটির। শুধু পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারলে রাঙামাটি হবে দেশের অন্যতম পর্যটন খাত। অনুষ্ঠানে রাঙামাটি বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খোকনেশ্বর ত্রিপুরা বিশ্ব পর্যটন দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিল্পী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম, রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com