শাবিপ্রবি শিক্ষকের আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

শাবিপ্রবি শিক্ষকের আত্মহত্যা

সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান’র ফাইল ছবি


শাবিপ্রবি প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানায়।

 

শনিবার (১৬ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবির।

 

তিনি বলেন, আমরা দুপুরে জানতে পেরেছি যে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমানের আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

 

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

উল্লেখ্য, মো. মাহফুজুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালের ডিসেম্বর মাসে শাবিতে প্রভাষক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com