শাবি ভর্তি পরীক্ষার্থীদের ২০টি বাস প্রদান করলো ‘সিলেট চেম্বার’

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

শাবি ভর্তি পরীক্ষার্থীদের ২০টি বাস প্রদান করলো ‘সিলেট চেম্বার’

শাবি প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা আজ (শনিবার)। ভর্তিচ্ছুক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতে ২০টি বাস প্রদান করেছে ‘চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।’

 

শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর মির্জাজাঙ্গালে বাসগুলো উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় তিনি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথেও জড়িত ছিলাম। কিন্তু এবার সিলেটে শাবির ভর্তি পরীক্ষা নিয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, হোটেল মালিক সবার যে সহযোগিতা পাচ্ছি, তাতে আমি অভিভূত।’

বাস হস্তান্তর অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমেদ, পরিচালক এহতেশামুল হক চৌধুরী, ফখর উদ্দিন আলী আহমদ, সহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমদ, খন্দকার ইসরার আহমদ রকি, এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে চেম্বার সভাপতি এটিএম শোয়েব বলেন, ‘এবার প্রায় ৭১ হাজার পরীক্ষার্থীর সাথে তাদের অভিভাবক মিলিয়ে প্রায় দুই লাখ মানুষের বাড়তি চাপ পড়েছে সিলেটে। পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে পরিবহন সংকট নিয়ে শাবি কর্তৃপক্ষ চিন্তিত ছিল। আমাদের কাছে ভিসি সহযোগিতা চাইলে আমরা ২০টি বাস সরবরাহ করছি।’

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com