শায়েস্তাগঞ্জে চা পান করা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

শায়েস্তাগঞ্জে চা পান করা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কেশবপুরে এ ঘটনা ঘটে।

 

এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কেশবপুর গ্রামের আবু আলী চৌধুরীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের জারুল মিয়ার ছেলে রুবেল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে দুলাল মিয়া ও রুবেল মিয়া চা পান করছিল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ নেয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুলাল মিয়া, শামীম মিয়া, কামাল মিয়া, হেলাল মিয়া, আওয়াল মিয়া, আব্দুল হাই চৌধুরী, কছরু মিয়া, শাকিল মিয়া, রুবেল মিয়া, রুয়েল মিয়া, কুদ্দুস মিয়া, কাউছার মিয়া, আব্দুল হাই ও হাসিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

 

ওসি বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com