শ্রমিক ইউনিয়নের পদ হারালেন ফলিক

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২০

শ্রমিক ইউনিয়নের পদ হারালেন ফলিক

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে বহিষ্কার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১১টায় শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুহিত।

 

তিনি জানান, সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শ্রমিকদের ওপর হামলা, শ্রমিকের স্বার্থপরিপন্থী কার্যকলাপ ও টাকা আত্মসাতের কারণে ইউনিয়নের ২৬নং ধারা মোতাবেক তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

 

গত ঈদের আগে শ্রমিকরা শ্রমিক ইউনিয়ন থেকে সাহায্য চেয়েছিল। কিন্তু সাহায্য না দিয়ে শ্রমিকদের উপরে তার ছেলে সন্ত্রাসীদের নিয়ে হামলা করে। তাছাড়া শ্রমিক ইউনিয়নের টাকা ব্যাক্তিগত কাজে ব্যবহারসহ নানা অনিয়মে জড়িত তিনি।

 

এদিকে, সেলিম আহমদ ফলিকে বহিস্কারের কপি সিলেটের জেলা প্রশাসকসহ ১৪টি দপ্তরে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে জানতে সেলিম আহমদ ফলিকের ব্যক্তিগত মুটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেন নি।

 

উল্লেখ্য, গত ২ জুন বিকেলে শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা নিয়ে বিবাদের জেরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুইপক্ষ। এতে আহত হন অন্তত ৩০ জন শ্রমিক। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। ওই ঘটনায় পরদিন ৩ জুন অজ্ঞাতনামা দেড় হাজারের অধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com