সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, চলছে মাঝারি শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, চলছে মাঝারি শৈত্যপ্রবাহ

শ্রীমঙ্গল প্রতিনিধি : শীতের তীব্রতা এখন বিরাজ করছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর পাশাপাশি বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।

 

কষ্টদায়ক হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রা। বিশেষ করে চা-বাগান এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি। চা-গাছগুলো ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন।

 

গত কয়েক দিনের ন্যায় সোমবারও (১৮ জানুয়ারি) এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলে সর্বশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে শনিবার (১৬ জানুয়ারি) শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুইদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাছুম জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com