সিলেটে ইনজেকশন দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

সিলেটে ইনজেকশন দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক
ছবি প্রতীকী

 

সুরমা মেইল ডেস্ক : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ইঞ্জেকশন দিয়ে সুফিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে থানা এলাকার গোয়াবাড়ির আয়নুল হকের স্ত্রী। এ ঘটনায় স্বামী আইনুল হককে আটক করে জিজ্ঞাবাদ করছে পুলিশ।

 

রোববার (০৭ মার্চ) সকাল ৭ টা ৫০ মিনিটে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে নিহতের পরিবারকে জানান।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৭ মাস আগে সুফিয়া বেগম ও আয়নুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে মারধর করতেন স্বামী আয়নুল হক। এমন অবস্থায় গতকাল ৬ মার্চ স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে আসেন। এসে রাতে সুফিয়া বেগমের শরীরে স্বামী আয়নুল হক ইঞ্জেকশন পুশ করেন। এসময় সুফিয়া বেগমের ছোট বোন ইঞ্জেকশন দেওয়ার কারণ জানতে চাইলে আয়নুল হক স্ত্রীর শারিরীক দুর্বলতার কথা জানান। কিন্তু রাত ৪ টার দিকে সুফিয়া বেগমের শরীর খারাপ হলে তাকে সকালে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক্রা জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জানান, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাবাদ চলছে, মামলাও প্রক্রিধিন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com