সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ১৭২

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ১৭২

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে এ পর্যন্ত ১৭২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আরও ১০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬ জন।

 

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৯ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৩৫৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১২ জন রয়েছেন।

 

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।

 

বিভাগে এ পর্যন্ত ১৪ হাজার ৮২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৯৯২ জন, সুনামগঞ্জের ২ হাজার ৪৮৮ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০৩ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৭৪৪ জন।

 

করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৫ জন ও হবিগঞ্জের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com