সিলেটে হাত ধোয়া নিয়ে ছুরিকাঘাতে চীনা নাগরিক খুন

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

সিলেটে হাত ধোয়া নিয়ে ছুরিকাঘাতে চীনা নাগরিক খুন

নিজস্ব প্রতিবেদক : হাত ধোয়া নিয়ে বাগবিতণ্ডায় সিলেটে ছুরিকাঘাতে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে সিলেট নগরীর পাঠানটুলা আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহত চীনা নাগরিকের নাম ওয়েন্টাও। তিনি সিলেটের কুমারগাও বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত ছিলেন। ওয়েন্টাওসহ ১২ চীনা নাগরিক পাঠানটুলা এলাকার বি-ব্লকের ১১/৯ নম্বর বাসা ভাড়া নিয়ে থাকতেন। তারা সবাই কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত আছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, চীনা ১২ নাগরিক পাঠানটুলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল নিজেদের মধ্যে ঝামেলার এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ওয়েন্টাও ওয়েই এর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, নাস্তা করার পর কে আগে হাত ধোবেন তা নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে নিহত হন ওই চীনা নাগরিক। তাকে যিনি ছুরিকাঘাত করেছেন চাও নামের ব্যক্তি তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com