হালিমা হত্যায় ছেলের ফাঁসি, মাসহ দুজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

হালিমা হত্যায় ছেলের ফাঁসি, মাসহ দুজনের যাবজ্জীবন

আদালতে মা। ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক : নড়াইলে নারী হত্যায় ছেলের ফাঁসি ও মাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (০৩ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও কবির খানের ছেলে সাজ্জাদ খান।

 

রায় ঘোষণার সময় আসামি মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইমদাদুল হক।

 

তিনি জানান, ২০১৪ সালের ১৭ মে ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন সেলিম সরদার। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয়দের জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে হালিমাকে নিজের বাড়িতে ডেকে নেন সেলিমের মা মোমেনা বেগম। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন সেলিম। এরপর তাকে কিল-লাথিসহ মারধর করেন মোমেনা ও সাজ্জাদ।

 

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিমা। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেয় আদালত।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com