সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২
অনলাইল ডেস্ক :
আজ সকালে ঘুম থেকে উঠে, ক্যালেন্ডার দেখেছেন কি? দারুণ একটি তারিখ পার করছেন আপনি! মানে আজকের তারিখটি অংকে লিখলে এমনই দাঁড়ায়- ২২-২-২২ কিংবা ২-২২-২২। গাণিতিক হিসাব বলছে, ২ সংখ্যার এ ঘটনা আর কখনও ঘটবে না।
আজ ২২ ফেব্রুয়ারি ২০২২ ইং; অর্থাৎ সংখ্যায় লিখলে হয়- ২২.০২.২০২২। আরও সরলীকরণ করলে ২২০২২০২২। আজকের তারিখটি একইসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। মানে আপনার মনের অজান্তেই তারিখটি বিরল!
মজা করেই অনেকে বলছেন, আজ Tuesday (মঙ্গলবার) শুধু নয়, আজ TWOsday-ও। ভেবে দেখলে সত্যিই আজ ২-এরই দিন। গুগলে TWOsday লিখে সার্চ করলেও দারুণ একটি ঝলকানি দেখতে পাবেন; এতে আপনার মনে হবেই দিনটি বিশেষ!
শব্দ বা সংখ্যা নিয়ে বিভিন্ন শব্দের খেলা যারা খেলে থাকেন, তারা প্যালিনড্রোম নামটির সঙ্গে পরিচিত। প্যালিনড্রোম মানে হল যে শব্দকে সামনে থেকে বা পেছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না। এ জাতীয় প্যালিনড্রোমের তারিখ বর্তমান শতাব্দীতে রয়েছে ৩৬টি।
বর্তমান শতাব্দীতে এমন প্যালিনড্রোমিক তারিখ প্রথমটি (১ জানুয়ারি, ২০০১ থেকে ৩১ ডিসেম্বর, ৩০০০), দ্বিতীয়টি ২ অক্টোবর, ২০০১ (১০) -০২-২০০১) এবং শেষ দিনটি হবে ২২ সেপ্টেম্বর, ২২৯০ (০৯-২২-২২৯০)। অন্যদিকে দিন-মাস-বছর বিন্যাসে বর্তমান শতাব্দীতে ২৯টি প্যালিনড্রোম দিন রয়েছে।
সাধারণ সংখ্যার মধ্যে এমন চোখ ধাঁধানো তারিখ খুব কমই আসে। আপনার জীবনে টাকা-পয়সা, খাওয়া-দাওয়া ঘুরে ফিরে আসবে। কিন্তু এমন তারিখ হয়তো আর কখনো ঘুরে আসবে না। তাই খোঁজখবর রাখুন, এমন দিনগুলো হয়ে থাকুক অবিস্মরণীয়।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি