সিলেট ২০শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনকে আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী বলেন, করিমন, নসিমনসহ তিন চাকার যানবাহন মহাসড়কে চলবে না। এসব যানবাহন আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজি করে জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সেসব লোকদের বিরুদ্ধেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। ক্যাসিনোর টাকা যাদের কাছেই গেছে, সেটা বের করে ব্যবস্থা নেয়া হবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না। এজন্য ঘর থেকেই আগে অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী।
সিলেট-ঢাকা রোড ছয় লেন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-সিলেট রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছয় লেনে উত্তীর্ণ করার জন্য অনেক আগেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যাপ্ত ফান্ডিংয়ের অভাবে এতদিন কাজটি শুরু করা যায়নি। শীঘ্রই এটির কাজ শুরু হবে।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা বীজিত চৌধুরী
উপদেষ্টা মো: ফয়েজ আহমদ (দৌলত)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
উপদেষ্টা মো: মুজিবুর রহমান (ডালিম)
আইন বিষয়ক উপদেষ্টা : এড. মো: রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি