আরেক দফা কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১

আরেক দফা কমলো স্বর্ণের দাম

সুরমা মেইল ডেস্ক : আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (০৯ মার্চ )এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

নতুন দর কার্যকর হবে আজ বুধবার। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। এরআগে সর্বশেষ গত ৩ মার্চ ভরিপ্রতি স্বর্ণের দাম কমে ১৫১৬ টাকা।

 

রাতে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা।

 

১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা ভরি।

 

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।

 

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com