ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, মে ৮, ২০২১

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইতালি। করোনাভাইরাস প্রতিরোধে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

 

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ার কারণে আগামী ১৫ মে পর্যন্ত কোনো বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এর আগে ১২ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে গত ২৯ এপ্রিল নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে নতুন একটি নির্দেশনা জারি করা হয়েছে।

 

যেসব দেশে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেসব দেশের নাগরিকদের জন্য ভিন্ন ভিন্ন নির্দেশনা দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশ বন্ধ থাকছে আগামী ১৫ মে পর্যন্ত। তবে ইতালিয়ান নাগরিকদের প্রবেশের ব্যাপারে রয়েছে ব্যতিক্রম নির্দেশনা। তারা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com