কমলগঞ্জ-শ্রীমঙ্গলের ১৮ ইউপিতে ভোট আজ

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

কমলগঞ্জ-শ্রীমঙ্গলের ১৮ ইউপিতে ভোট আজ

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮টি ইউনিয়নে পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ (বুধবার)। পঞ্চম ধাপে আজ ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

 

মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটগ্রহণের সরঞ্জামাদি। তবে শুধু ব্যালট পেপার বুধবার সকালে পাঠানো হবে।

 

আজ যেসকল ইউনিয়নে ভোট-
কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার, শমসেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়ন।

 

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট এবং সাতগাঁও ইউনিয়ন।

 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ,সাধারণ সদস্য পদে ৩৯৩ ও সংরক্ষিত সদস্য পদে ১৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ছিল ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ছিল ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ  দেওয়া হয় ১৭ ডিসেম্বর।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com