করোনাকালে খাদ্য সংকট হবে না : হবিগঞ্জে কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

করোনাকালে খাদ্য সংকট হবে না : হবিগঞ্জে কৃষিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বোরো ধান ঠিকভাবে ঘরে তুলতে পারলে করোনাকালে দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না। গত বোরো মৌসুমে ধানের ভালো উৎপাদন হয়েছিল, কিন্তু আউশ-আমন মৌসুমে দফায় দফায় দীর্ঘস্থায়ী বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন অনেক কম ছিল। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে এ বছর ধান চালের উৎপাদন বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি।

 

শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

 

কৃষিমন্ত্রী বলেন, মহামারি করোনাকালে খাদ্য নিয়ে মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, খাদ্যের যাতে কোনো অভাব না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

 

তিনি পরে হারভেস্টারের মাধ্যমে হাওরের ধান কাটার অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এ সময় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আসাদুল্লাহ, হবিগঞ্জের ডিসি ইশরাত জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com