করোনা: সিলেটে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ১, ২০২১

করোনা: সিলেটে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা।

 

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৩১ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন।

 

মঙ্গলবার (১ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

 

একই সময়ে সিলেট বিভাগে আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৬, মৌলভীবাজারের ১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১২ জনের করোনা শনাক্ত হয়।

 

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২১, হবিগঞ্জে ২ হাজার ৫০৪ ও মৌলভীবাজারে ২ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৭২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৬৬ জন, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ১ জন। বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারের ২ হাজার ৩৩২ জন সুস্থ হয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ২৪৬ জন। এরমধ্যে সিলেটে ২২৫, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ৬ জন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com