করোনা: সিলেটে একদিনে ১৭ জনের প্রাণহানি

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

করোনা: সিলেটে একদিনে ১৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে একদিনে সিলেট বিভাগে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এর আগে সিলেটে সর্বোচ্চ মৃত্যু ছিলো ১৪ জন। সব মিলিয়ে বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ৬৫৫ জনে।

 

একই সময়ে সিলেটে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ৭৩৬ জন। এটিইও সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার (২৭ জুলাই) আক্রান্ত ছিলো ৭০৮ জন। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৮৭০ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।

 

বুধবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘন্টায় নতুন মারা ১৭ জনের যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর মৃত্যুবরণ করা ৬৫৫ জনের মধ্যে সিলেট জেলায় ৫১৬ জন, সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ৩০ জন মৌলভীবাজারে ৫৫ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

 

নতুন শনাক্ত ৭৩৬ জনের মধ্যে সিলেট জেলায় ২৮৮ জন, সুনামগঞ্জের ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজারের ২২৫ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৬৫৪ জনে। যার সবচেয়ে বেশি সিলেট জেলায় ২০ হাজার ৮ শত জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩ শত ২২ জন, হবিগঞ্জের ৪ হাজার ৩ শত ৪৭ জন, মৌলভীবাজারের ৫ হাজার ১ শত ৭ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৩ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৫৪ জন। আর চার জেলায় মিলে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭ জন।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com