জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২১

জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

সুরমা মেইল ডেস্ক : ফিলিপাইন নাগরিককে জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদ প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মখলুছ মিয়া ও স্থানীয় ইউপি সদস্য আলেক উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

গত ১৭ মে তারিখে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আদেশ অমান্য করে যাচাই-বাচাই ছাড়া ফিলিপাইন নাগরিক বিজলিন পালর আছিয়াকে জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদ প্রদানের অভিযোগ স্থানীয় জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া ও একই পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলেক উদ্দিন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হল।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com