জামালগঞ্জে নৌকায় চাঁদাবাজি, আটক ১০

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

জামালগঞ্জে নৌকায় চাঁদাবাজি, আটক ১০

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় দশজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়। এসময় দু’টি ইঞ্জিন চালিত (কাঠের তৈরী) নৌকা জব্দ করা হয়।

 

আটককৃতরা হলেন- এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০) আব্দুল নুর (৬২), মানিক মিয়া (৬৩)।

এ সময় তাদের থেকে আটটি লোহার রড, একটি ছুরি, ৯টি মোবাইল ফোন, নগদ দুই হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। আজ ভোরে চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জামালগঞ্জ থানায় পাঠিয়েছে র‌্যাব-৯।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ চাঁদাবাজ আটকের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com