ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৫০টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৫০টি ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের অন্তত ৫০টিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ থেকে ১২টি পরিবার। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এ পরিবারগুলোর প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান সরজমিনে দেখা যায়, পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে দারুন কষ্টে দিন যাপন করছে।

 

বুধবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ (ওসি) মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

ক্ষতিগ্রম্ত আনোয়ার হোসেন বলেন, প্রতিবেশী হাসিরুলের বাড়িতে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনে আমার সহ আরও ১৩ থেকে ১৪টি পরিবারের ঘর পুড়ে যায়। আমরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শী শামসুল হক বলেন, আগুনে যাদের ঘর পুড়েছে তারা সবাই গরিব ও দিনমজুর। কোনো ঘর থেকেই কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চাল, ডাল, আসবাব পএ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি গবাদি পশুও অগ্নিদগ্ধ হয়েছে। পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে।

 

আরেফিন আলম নামে আরেকজন বলেন, আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে এই পরিবারগুলোর প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি ঠাকুরগাঁও জেলায় এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

 

রাতে দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফরহাদ হোসেন বলেন, আগুন এখন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। এখানে স্থানীয় জন প্রতিনিধিরা এসেছেন এখনো আগুনের সূত্রপাত জানা যায়নি।

 

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। সেখানে গতকাল রাতেই ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হয়েছে। সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com